রাত দেড়টা। প্রবল জোছনায় ভেসে যাচ্ছে পুরো পৃথিবী। ঠিক সেসময় জবার কানে এলো অন্দরমহলের দক্ষিণ পাশের ঘরটায় কেউ একজন কিন্নর কণ্ঠে গান গাইছে। ভৌতিক কিংবা রহস্যের বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করতে সেদিন জবা মুখোমুখি হয় চরম এক অপার্থিব ঘটনার। সেই অপার্থিব ঘটনার জের ধরেই এগোতে থাকে দুর্গাপুর থেকে কিছুটা দূরের এক গ্রামের অন্দরমহল, ইশরাক চাচার বাড়িতে বেশকিছু গল্প। জবা গল্পটা আধিভৌতিক মনে করলেও পরবর্তীতে বেরিয়ে আসে আরেক গল্প। চাচার বাড়িতে দিন কয়েক বেড়াতে আসা নিতুসহ তার বড় বোন জবা টের পায় তাদের থাকতে দেয়া অন্দরমহলের দক্ষিণ পাশের ঘরে ওরা ছাড়াও কেউ একজন থাকে! রহস্যের ঘ্রাণ থাকা দিনগুলোতে শাহেদ নামের ছেলেটির জন্য গল্পটি মোড় নেয় অন্যদিকে। একদিকে জোছনা রাতের সেই রহস্যময়ী তরুণী, অন্যদিকে শাহেদের জন্য জমিয়ে রাখা গোপন আবেগ। এ যেনো বিষাদমাখা এক রহস্যে ঘেরা বাড়ি। আঁধারের কাছেই লুকিয়ে আছে ভীষণ সত্যি এক জীবনের গল্প!
Bitte wählen Sie Ihr Anliegen aus.
Rechnungen
Retourenschein anfordern
Bestellstatus
Storno







