Nicht lieferbar
কানাডার দিনলিপি - Dey, Ripon
Schade – dieser Artikel ist leider ausverkauft. Sobald wir wissen, ob und wann der Artikel wieder verfügbar ist, informieren wir Sie an dieser Stelle.
  • Broschiertes Buch

দেশের বাইরে আসলেই মনে হয় ওই দেশের প্রতি ভালোবাসাটা পরিপূর্ণভাবে বুঝা যায়, সেই দেশের প্রতি একটা অন্যরকম টান অনুভব হয়। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। সেই দেশের প্রতি তীব্র ভালোবাসা টের পাই কানাডাতে নামার এক সপ্তাহ পর থেকেই। সেই ভালোবাসা এবং আবেগ থেকেই প্রতিদিন বিভিন্ন ব্লগে লেখালেখি করতাম, আর সেজন্যই বোধহয় এই কানাডার দিনলিপি গ্রন্থে কানাডার পরিচিতি থেকে বাংলাদেশ নিয়েই লিখার সংখ্যা বেশি। তারই ধারাবাহিকতায় এই ছোট ছোট ঘটনা গুলোকে একটা প্লাটফরম-এ নিয়ে আসার প্রয়াস নেই পরবর্তীতে, এই প্রয়াসের ফলাফলই এই ছোট বই। লেখাগুলোতে নানা বিষয়ে অসম্পূর্ণতা থাকতে পারে, নানা ধরনের অসঙ্গতি থাকতে পারে, তবে…mehr

Produktbeschreibung
দেশের বাইরে আসলেই মনে হয় ওই দেশের প্রতি ভালোবাসাটা পরিপূর্ণভাবে বুঝা যায়, সেই দেশের প্রতি একটা অন্যরকম টান অনুভব হয়। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। সেই দেশের প্রতি তীব্র ভালোবাসা টের পাই কানাডাতে নামার এক সপ্তাহ পর থেকেই। সেই ভালোবাসা এবং আবেগ থেকেই প্রতিদিন বিভিন্ন ব্লগে লেখালেখি করতাম, আর সেজন্যই বোধহয় এই কানাডার দিনলিপি গ্রন্থে কানাডার পরিচিতি থেকে বাংলাদেশ নিয়েই লিখার সংখ্যা বেশি। তারই ধারাবাহিকতায় এই ছোট ছোট ঘটনা গুলোকে একটা প্লাটফরম-এ নিয়ে আসার প্রয়াস নেই পরবর্তীতে, এই প্রয়াসের ফলাফলই এই ছোট বই। লেখাগুলোতে নানা বিষয়ে অসম্পূর্ণতা থাকতে পারে, নানা ধরনের অসঙ্গতি থাকতে পারে, তবে এখানে যে ঘটনা গুলো বর্ণনায় নিয়ে আসা হয়েছে সেগুলো লিখার প্রতি আমার আন্তরিকতার বিন্দুমাত্র কোনও ঘাটতি ছিল না। কতটা ভাল লাগা বোধ এনে দিবে জানি না, তবে এটা বলতে পারি, আমার পক্ষ থেকে চেষ্টার কোন ত্রুটি ছিল না। আমার লিখাগুলো আপনাদের কে এতোটুকু আনন্দ দিতে পারলেই আমি সার্থক মনে করব। - রিপন কুমার দে, ডিসেম্বর ২০, ২০২৩, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা।