দেশের বাইরে আসলেই মনে হয় ওই দেশের প্রতি ভালোবাসাটা পরিপূর্ণভাবে বুঝা যায়, সেই দেশের প্রতি একটা অন্যরকম টান অনুভব হয়। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। সেই দেশের প্রতি তীব্র ভালোবাসা টের পাই কানাডাতে নামার এক সপ্তাহ পর থেকেই। সেই ভালোবাসা এবং আবেগ থেকেই প্রতিদিন বিভিন্ন ব্লগে লেখালেখি করতাম, আর সেজন্যই বোধহয় এই গ্রন্থে কানাডার পরিচিতি থেকে বাংলাদেশ নিয়েই লিখার সংখ্যা বেশি। তারই ধারাবাহিকতায় এই ছোট ছোট মজার ঘটনা গুলোকে একটা প্লাটফরম-এ নিয়ে আসার প্রয়াস নেই পরবর্তীতে, এই প্রয়াসের ফলাফলই এই ছোট বইটি। লেখাগুলোতে নানা বিষয়ে অসম্পূর্ণতা থাকতে পারে, নানা ধরনের অসঙ্গতি থাকতে পারে, তবে এখানে যে ঘটনা গুলো বর্ণনায় নিয়ে আসা হয়েছে সেগুলো লিখার প্রতি আমার আন্তরিকতার বিন্দুমাত্র কোনও ঘাটতি ছিল না। কতটা ভাল লাগা বোধ এনে দিবে জানি না, তবে এটা বলতে পারি, আমার পক্ষ থেকে চেষ্টার কোন ত্রুটি ছিল না। আমার লিখাগুলো আপনাদের কে এতোটুকু আনন্দ দিতে পারলেই আমি সার্থক মনে করব। রিপন কুমার দে, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা
Bitte wählen Sie Ihr Anliegen aus.
Rechnungen
Retourenschein anfordern
Bestellstatus
Storno







