10,99 €
inkl. MwSt.
Versandkostenfrei*
Versandfertig in über 4 Wochen
payback
5 °P sammeln
  • Broschiertes Buch

নাগরিক জীবনে অনভ্যস্ত খামখেয়ালী পথিক, ধীরপায়ে হেঁটে চলে নগরের পথে। যে পথের শেষে গন্তব্য খুঁজে পায় জনগণ, সেই পথটাই তার কাছে বৃত্তের মতো চক্রাকার হয়ে ধরা দেয় বারবার। নিঃসীম অথচ নিয়ত পথে পাড়ি দিতে অভ্যস্ত পথিক জানে, মহাবিশ্বের কোথাও কেউ অপেক্ষায় নেই। তবুও ভ্রম হয়, হয় পদস্খলন। নতুন পথের খোঁজে হন্যে হয়ে ছোটে সে। স্মৃতির আয়ু ফুরায়; হাহাকার হারায় শূণ্যগর্ভে। রৌদ্রজ্জ্বল কিংবা তারা ভরা আকাশের নিচে আবারও মুখোশের আড়ালে মুখ ঢেকে হাঁটতে হয় তাকে। নিঃসঙ্গ সেই যাত্রায় গন্তব্য তেপান্তরের মাঠ। আশ্রয় খোঁজার ভনিতায় কাউকে হারিয়ে ফেলা, কিংবা নিজের কাছ থেকে হারিয়ে যাওয়া।

Produktbeschreibung
নাগরিক জীবনে অনভ্যস্ত খামখেয়ালী পথিক, ধীরপায়ে হেঁটে চলে নগরের পথে। যে পথের শেষে গন্তব্য খুঁজে পায় জনগণ, সেই পথটাই তার কাছে বৃত্তের মতো চক্রাকার হয়ে ধরা দেয় বারবার। নিঃসীম অথচ নিয়ত পথে পাড়ি দিতে অভ্যস্ত পথিক জানে, মহাবিশ্বের কোথাও কেউ অপেক্ষায় নেই। তবুও ভ্রম হয়, হয় পদস্খলন। নতুন পথের খোঁজে হন্যে হয়ে ছোটে সে। স্মৃতির আয়ু ফুরায়; হাহাকার হারায় শূণ্যগর্ভে। রৌদ্রজ্জ্বল কিংবা তারা ভরা আকাশের নিচে আবারও মুখোশের আড়ালে মুখ ঢেকে হাঁটতে হয় তাকে। নিঃসঙ্গ সেই যাত্রায় গন্তব্য তেপান্তরের মাঠ। আশ্রয় খোঁজার ভনিতায় কাউকে হারিয়ে ফেলা, কিংবা নিজের কাছ থেকে হারিয়ে যাওয়া।
Autorenporträt
Kousik Zaman is a writer whose work delves into the intricate tapestry of human relationships set against the backdrop of contemporary Dhaka. With a keen eye for detail and a deep understanding of the complexities of love, loss, and family, Zaman's stories explore the universal search for connection in a rapidly changing world.