ভূত আর প্রেম - এই নিয়েই তো এখনকার জগৎ মেতে আছে। সিনেমা, থিয়েটার এবং অন]্যান]্য বিনোদনের জগতে তো এদের প্রাধান]্যই বেশি। মানুষ যেটা জানে না, তার ওপরেই মানুষের আকর্ষণই বেশি। মৃত]্যুর পর কি হয়, মানুষ কোথায় যায় কেউ জানে না। যোগীদের বক্তব]্য বোঝা সাধারণ মানুষের কম্মো নয়। এই জটিল প্রশ্নের ঊত্তর বিজ্ঞানীরাও দিতে অক্ষম। সুতরাং এখন কল্পনার আশ্রয় নেওয়া ছাড়া কোনো উপায় নেই। যে যেরকম ভাবেই নিক না, টাকাপয়সা যথেষ্ট রোজগার হলেই হল। তাই নানান ধরণের ভয় মিশ্রিত কাহিনীর উদ্ভব। গা শিরশিরানিটা বেশ লাগে বিশেষ করে নিরাপদ জায়গায় থেকে সেই সব কাহিনী শুনলে। ভয় সাধারণের মনে জন্ম থেকেই আশ্রয় নেয়। নানান ভৌতিক কাহিনী নানান লোকের মনে ভিন্ন ভিন্ন পথ আশ্রয় করে তার ভেতরের ভয়কেই আরো উস্কে দেয়। আর প্রেমের সম্বন্ধে তো কোন কথা হবে না। সত]্যিকারের প্রেমের সংজ্ঞা জানা নেই। তাই আগ্রহ সকলের বেশি। প্রেমের বদলে দেহজ কাম মেটানোর তাগিদে সৃষ্টি হয়ে চলেছে নানা ধরণের নিম্নস্তরের ও সস্তার বিনোদন। যুগের হাওয়াকে অস্বীকার করা যায় না তাই ভূত আর প্রেমের কাহিনী চলতেই থাকবে
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.