কোন ছন্দ মিলিয়ে বা বিশাল কিছু ভাবনা চিন্তা করে লেখা এই বই নয়। নেহাত কিছু টুকরো টুকরো মন খারাপের সময় ভেসে আসা কিছু শব্দ, শব্দমালাদের আমি পেঁজা তুলোর মেঘেদের মতো ধরতে চেয়েছি; যতগুলোকে পেরেছি ততগুলোকেই লিখে দিয়েছি। এই বই সবার জন্য নয়। বিশেষ করে আমুদে মানুষজনের জন্য তো নয়ই। আবার সব সময় বালিশ আঁকড়ে পড়ে থাকা মানুষজনও এ বই থেকে কিছু পাবে না। তাহলে কাদের জন্য লিখলাম! কেনই বা লিখলাম? এ উত্তর আমিও পাইনি। তবে যাঁরা পড়বেন তাঁরা হয়তো ঠিকই খুঁজে পাবেন। সেই অপেক্ষায় রইলাম। এই টুকরো টুকরো মন খারাপের লেখা যাদের হৃদয় ছিন্নভিন্ন হয়ে গেছে কোনও কারনে; তাদের মন খারাপ সারিয়ে তুলুক
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.
Hinweis: Dieser Artikel kann nur an eine deutsche Lieferadresse ausgeliefert werden.